বিএনপি নেতা শাহ মোয়াজ্জেমের গাড়িবহরে হামলা, ভাঙচুর
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় কিছু মোটরসাইকেল আরোহী এ হামলা চালায়।
শাহ মোয়াজ্জেমের ভাই ওমর ফারুক বলেন, হামলাকারীরা সাত রাউন্ড গুলি ছুড়েছে ও পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে। তবে কেউ গুলিবিদ্ধ হননি, শাহ মোয়াজ্জেম হোসেনও অক্ষত আছেন।
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম কানন অভিযোগ করেন, সিরাজদিখান থেকে পাথরঘাটায় কর্মীসভায় যাওয়ার পথে কুচিয়ামোড়া এলাকায় আসলে মহাজোট মনোনীত প্রার্থী মাহী বি চৌধুরীর লোকজন অতর্কিত এ হামলা চালায়।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হামলা হয়েছে। তবে আমরা বিস্তারিত খতিয়ে দেখছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন