বিএনপি প্রার্থী দিলদার সেলিমের গাড়িতে হামলা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/12/shyelt-1-20181216215822.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের গাড়িতে হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।
রোববার রাত সোয়া ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বাজারের নওয়াগাঁও মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম। তবে পুলিশের দাবি, বিএনপির দুই পক্ষের বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবকার বলেন, সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দুটি গাড়ি নিয়ে পাড়ুয়া এলাকায় যাচ্ছিলেন বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম। নওয়াগাঁও মসিজেদর সামনে তার গাড়ি আসার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তবে দিলদার হোসেন সেলিম অক্ষত আছেন।
এ ঘটনার পর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি মিছিল করে এক দল অন্যদলকে এ ঘটনার জন্য দায়ী করেছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিএনপির দুই পক্ষের গ্রুপিংয়ের রাজনীতির কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ইমরান আহমদ বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হামলা করেনি। তাদের অভ্যন্তরীণ বিরোধের কারণে হামলা হতে পারে। তারা নিজেরা মারামারি করে গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন