বিএমএসএফ কেন্দ্রীয় কমিটিতে সাংবাদিক রুবাইত হাসান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ’র ৫ম জাতীয় কাউন্সিল-২০২২ উপলক্ষে সাধারণ সভা মঙ্গলবার ১৫ মার্চ সকাল ১১টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও ভার্চুয়ালে সংগঠনের সারাদেশের যুক্ত সাংবাদিকদের অংশগ্রহণে জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আহমেদ আবু জাফরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন প্রফেসর মেজর (অবঃ) ড.নাজমুল আহসান কলিমুল্লাহ চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)।

কাউন্সিল উপলক্ষে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আহমেদ আবু জাফরকে চেয়ারম্যান মনোনীত করা হয়। নির্বাহী কমিটিতে আলহাজ্ব সোহেল আহমেদ সভাপতি করে ১৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

১৩১ সদস্য বিশিষ্ট ঐ কমিটিতে উপ-প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সংগঠক ও মানবাধিকারকর্মী পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জাতীয় অনলাইন গণমাধ্যম আওয়ার নিউজবিডির স্টাফ করেসপন্ডেন্ট উপজেলার বিশিষ্ট ও সিনিয়র সাংবাদিক রুবাইত হাসান।