বিএসএমএমইউতে যেতে রাজি নন খালেদা : কারা কর্তৃপক্ষ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে রাজি নন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কারাবন্দি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত এই হাসপাতালে নেওয়ার কথা ছিল।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম রোববার দুপুরে জানান, বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমরা যখন তাকে সেখানে নিয়ে যাওয়ার বিষয়টি জানালাম, তখন তিনি সেখানে যেতে অনীহা প্রকাশ করেছেন। তবে কেন তিনি ওই হাসপাতালে যেতে চান না তা জানান নি।