বিকেলে খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ বিকেলে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট।
বিকেল সাড়ে ৫টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন