বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে : আইনমন্ত্রী
বেগম জিয়ার মামলায় সরকারের কোন হস্তক্ষেপ নেই জানিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। শুক্রবার (২১ জুন) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে।
তিনি বলেন, আজ দেশে যখন দুর্নীতিসহ সবকিছুর বিচার হচ্ছে তখন বিএনপি বলছে দেশে আইনের শাসন নেই, আওয়ামী লীগ সব নিয়ন্ত্রণ করছে। আমি উনাদের জানাতে চাই আমরা কিছু নিয়ন্ত্রণ করছি না। এতিমের টাকা চুরি করার মামলা শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার থেকে। আমাদের সময় থেকে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন