‘বিজয়ের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয়’ : নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। কেননা গণতন্ত্র না থাকায় বঞ্চিত ছিলাম। এবারও যে বিজয় অর্জন হয়েছে, সেটির আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয়।’

সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে আমরা হৃদয়ে ধারণ করি। কিন্তু আমাদের বিজয় তো একটি নয়। আমাদের বিজয় তো ৫২ সালের ভাষা আন্দোলন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৯০ এর স্বৈরাচার পতনের বিজয়। প্রতিটি লড়াইয়ে জীবন দিতে হয়েছে। একইভাবে গত জুলাই-আগস্টে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বিজয় পেয়েছি।’

তিনি বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রের বিজয় অর্জন করেছিলাম। কিন্তু সেটিকে ধরে রাখতে পারিনি। ৭১ এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে সচেতনভাবে চিন্তা করতে হবে। আজকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারগুলো কোনো সহায়তা পায় না। এটা খুবই লজ্জার বিষয়। কী অবস্থায় আছে তারা, খোঁজ কে রাখে? বিজয়ের তাৎপর্য অনুধাবন করতে হলে বিজয়ে যার যে অবদান, তার স্বীকৃতি দিতে হবে।’

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীরুল হাসান তমালসহ অনেকে।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী কনক চাঁপা ও ব্যান্ড তারকা হাসান।