বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে : মিজানুর রহমান মিজু
মহান বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র জনসাধারণকে সাথে নিয়ে মোকাবেলার ঘোষণা দিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে “মহান বিজয় দিবসে স্বাধীনতা বিরোধীদের দেশের বিরুদ্ধে নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে” আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিজু বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধী দেশি—বিদেশি চক্র আবারো দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করা হবে। কোন অবস্থাতেই স্বাধীনতা বিরোধী চক্রকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবে না।
এ সময় জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিদেশি শক্তিগুলো প্ররোচনায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা সক্রিয় হয়েছে। তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।
জাতীয় স্বাধীনতা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিতের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির যুগ্ম মহাসচিব সি. এম. মানিক, শেখ বাদশা উদ্দিন মিন্টু, খুলনা জেলা শাখার সভাপতি শেখ মোঃ ফিরোজ আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মঈনুল হোসেন মিলন জোয়ার্দার, সাধারণ সম্পাদক মাকছুদ রহমান, যুগ্ম সম্পাদক সবুর আহমেদ, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির সভাপতি নারায়ন কুমার দাস, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন, নারীনেত্রী এলিজা রহমান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন