বিজিপির অভিযানে ৭ মাসে ৪৩ কোটি টাকার চোরাচালান জব্দ

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ ও ৪৯ জন চোরাকারবারিকে আটক করেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত সাত মাসে পরিচালিত অভিযানে জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১৮ টাকা। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৯৭ কেজি গাঁজা, ৫০০ গ্রাম হেরোইন, ১৮৬২ বোতল বিদেশি মদ, ২৪.১২৫ লিটার দেশি মদ, ১৯৮ পিস ইয়াবা, ১৭০৫২ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৬ বোতল বিয়ার, একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি।

এছাড়াও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিকস, ঔষধসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যও জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, “আমাদের ব্যাটালিয়নের আওতায় ভারতের সঙ্গে ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান আগামীতেও চলমান থাকবে।