বিজিবিতে যুক্ত হবে হেলিকপ্টার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, বিজিবি সবসময় নিজস্ব শৃঙ্খলা মেনে চলবে। দেশের জন্য কাজ করবে।
বুধবার বিজিবি দিবসে পিলখানা বিজিবি সদর দপ্তরে এক বক্তৃতায় তিনি বলেন, বিজিবির জন্য বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেটের ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই বাহিনীতে যোগ হবে হেলিকপ্টার। দুর্গম এলাকায় যাওয়ার জন্য হেলিকপ্টারের প্রয়োজন আছে।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে বিজিবির দক্ষ ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, দেশকে রক্ষায় বিজিবি সবসময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে। সীমান্ত রক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে। ছিটমহল বিনিময়েও বলিষ্ঠ ভূমিকা রেখেছে বিজিবি। রোহিঙ্গা পুনর্বাসন ও নিবন্ধনে বিজিবি দক্ষ ভূমিকা পালন করে যাচ্ছে।
বর্তমানে এই বাহিনীর আধুনিকীকরণের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এখন বিজিবিতেে আরো বেশি সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন নতুন যন্ত্রপাতি কেনা হচ্ছে। বাহিনীর পক্ষ থেকে বাৎসরিক ছুটি ২ মাসের আবেদন করা হয়েছিলো, সেটা অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী যোগ করেন, আজ আমাদের অর্থনীতি যথেষ্ট মজবুত। আপনারা সবাই সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
বক্তৃতার আগে বিজিবি দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন