বিজেপির শক্ত ঘাঁটি উত্তর প্রদেশে এগিয়ে ইন্ডিয়া জোট

দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনি কার্যক্রম শেষে এবার চলছে ভারতের ১৮তম লোকসভার ভোট গণনা। গণনার প্রথম তিন ঘণ্টায় এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৮টি আসনে। অন্য দল এগিয়ে ১৯ আসনে।

এদিকে, বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর প্রদেশে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে আছে সবচেয়ে বেশি আসন ৮০টি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ১২টা ১৬ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৮ ও ‘ইন্ডিয়া’ জোট ৪১ আসনে এগিয়ে। অন্য দল এগিয়ে ১ আসনে।

এ রাজ্যকে বিজেপির বড় ঘাঁটি হিসেবে দেখা হয়। গত দু’টি নির্বাচনে তারা সে প্রমাণ দিয়েছে। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে বেশ ভাল টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। এতে আছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। এ পর্যন্ত প্রাপ্ত ফলে দেখা যাচ্ছে এনডিএর চেয়ে ভাল ব্যবধানে এগিয়ে আছে ইন্ডিয়া ব্লক।