‘বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা যুক্ত তাদের কোনো ছাড় নাই’ : সেনা প্রধান

সেনা প্রধান জেনারেল ওয়াকার – উজ- জামান বলেছেন, বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা যুক্ত তাদের কোনো ছাড় নাই।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মত জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এদিন তিনি বলেন, বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবেনা। এই বিদ্রোহের সাথে সত্যি যারা যুক্ত সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে।

সেনা প্রধান বলেন, আমরা চাই দেশ জাতীকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফেরত আসবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারন আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগারের ব্যস্ত।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা কাজ করছেনা কারন অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে, তারা প্যানিকড।

নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। আমি আগেই বলেছি আঠারো মাসের মধ্যে করতে সরকার হয়তো সেই দিকেই যাচ্ছে। নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন সেনা প্রধান।

রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্ণেল ( অব) আব্দুল হকের সভাপতিত্বে উর্ধতন সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী তৎকালীন বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রান হারান। এবারেই প্রথম দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষনা করে পালিত হচ্ছে।