বিতরণের আগে কম্বল ফেরত দিলেন সাংসদ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/panchagarh-পঞ্চগড়-700x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশের সর্ব উত্তরের সীমান্ত হিমালয়ঘেঁষা পঞ্চগড় জেলা। এ জেলায় ক্রমান্বয়ে সর্বনি¤œ তাপমাত্রা বিরাজ করে। বাংলা মাস পৌষের প্রথম দিন থেকে এ জেলায় তীব্র শীত শুরু হয়েছে। সেই সঙ্গে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সবচেয়ে বিপাকে পড়েছে এ জেলার নি¤œ আয়ের সাধারণ মানুষ।
বিতরণের আগে শীতবস্ত্র কম্বল নিন্মমানের হালকা ও পাতলা সাইজে লম্বায় ছোট হওয়ায় ফেরত দিলেন সাংসদ সদস্য পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড় সংলগ্ন স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে তিনি এসময় শীতবস্ত্র কম্বলগুলো ফেরত দেন।
এদিকে তিনি অভিযোগ করে বলেন, কাজী ফার্ম পঞ্চগড় কর্তৃপক্ষ এ এলাকায় শীতার্থ গরীব-দুঃস্থদের মাঝে বিতরণের জন্য তাকে প্রায় ৪ শত কম্বল দেওয়া হয়। বিতরণের আগে কম্বল দেখলে আকারে অনেক ছোট ও পাতলা হওয়ায় এবং এই তীব্র শীতে বিতরণের উপযোগী না মনে করে তিনি শীতবস্ত্র কম্বলগুলো কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠান।
এব্যাপারে পঞ্চগড় কাজী ফার্মের এরিয়া ম্যানেজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন