বিদায়ী আসরে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন বোল্ট
আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্ব এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ ও ৪ গুনিতক ১০০ মিটার ইভেন্টে অংশ নিবেন জ্যামাইকার স্প্রিন্ট সুপার স্টার উসাইন বোল্ট। এটাই হবে তার ক্যারিয়ারের শেষ লড়াই।
আটটি অলিম্পক ও ১১টি বিশ্ব প্রতিযোগিতার স্বর্ণপদক জয়ী এই গতিদানব আগামী ৪ থেকে ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য আসরে অংশগ্রহণের মধ্য দিয়েই ইতি ঘটাতে চান তার বর্ণিল ক্যারিয়ারের। আজ ডায়মন্ড লীগের মিটে অংশগ্রহণের আগে মোনাকোতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বোল্ট বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হচ্ছে লন্ডন আসরে পদক জয় করা। জয়ের ধারায় থেকেই আমি অবসর গ্রহণ করতে চাই। ’
বিশ্ব চ্যাম্পিয়নশীপে ২০০ মিটার ইভেন্টে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন ৩০ বছর বয়সি কিংবদন্তি স্প্রিন্টার। এর অর্থ হচ্ছে তিনি দক্ষিণ আফ্রিকার স্প্রিন্টার ওয়ায়েদে ফন নিকার্কের মোকাবেলা করতে চান না। নিকার্ককেই আগামী দিনের ট্র্যাকের রাজা হিসেবে অ্যাখ্যা দিয়েছেন বোল্ট।
বোল্ট বলেন, ‘এই মুহূর্তে আমার ক্যারিয়ারের সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে এটি। আমার ক্যারিয়ারের শেষ ভাগে তার আগমন ঘটেছে। আর আমি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। কারণ আমি মনে করি তিনি হচ্ছেন এই মুহূর্তে সেরাদের একজন। ’
বোল্ট বলেন, ‘আমি কখনো ভয় পাইনি। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তবে এখন সেটি আমার জন্য অনেক দেরী হয়ে গেছে। আমি এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। আগামীতে কি হবে তা কেউ জানে না। ’
মোনাকোতে বোল্ট ১০০ মিটার ইভেন্টে অংশ নেবেন। এটি হচ্ছে এই মৌসুমে বোল্টের তৃতীয় কোনো প্রতিযোগিতা। এর আগে তিনি কিংস্টন ও ওস্ট্রাভায় অংশ নিয়েছেন। আসন্ন প্রতিযোগিতায় অন্তত ১০ সেকেন্ডের ব্যবধান রচনা করার ইচ্ছে বোল্টের।
জ্যামাইকান সুপার স্টার বলেন, ‘আমি বেশ ভাল বোধ করছি। মৌসুমটি আমি বেশ ধীরস্থিরভাবেই শুরু হয়েছে। আমার বন্ধু জার্মানীর অ্যাথলেট ম্যাসন মারা যাবার পর আমি কিছুটা থমকে গিয়েছি। আমার সূচিতে কিছুটা ভাটা পড়েছে। তবে আমি বেশ ভালই অনুশীলন করেছি। বিগত কয়েকদিনের তুলনায় বর্তমানে আমি বেশি স্বস্তিবোধ করছি। কারণ জার্মানিতে আমি আমার চিকিৎসককে দেখিয়ে এসেছি। ভাল অনুশীলন করার কারণে আমার মধ্যে সুস্থতা অনুভুত হচ্ছে। ’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন