বিদায় বেলায় || আফসান আলম

বিদায় বেলায়
আফসান আলম


হতেও পারে এই মিলন মেলায় এক ইতিহাস
যেখানে আমি রবো চির নিদ্রায়
সকলেই সেদিন হইবে হতাশ
শত আশায় যেন জন বেঁধেছিলো বুক
সেও হয়তো রবে নির্বাক
কেউ কেউ রবে আলোচনায়-সমালোচনায় ব্যস্ত
কেউ’বা আবার অশ্রুধারায় ভেজাবে সমস্ত।
আমার নাম শুনতেও যার কারণ-অকারণ হাজার দ্বিধা
সেও হয়তো সেদিন আমার চলে যাওয়ায় দেবে কতনা ব্যাখা।
কেউ ভেতরে ক্ষোপ নিয়ে রবে নীরব
কেউ’বা আক্ষেপে আবেগে দেবে ডুব।
সেদিন বন্ধু অশ্রুঝড়া আখি নয়
একবুক ভরা ভালোবাসা নিয়ে কাছে এসো
সেদিন বন্ধু দুঃখ নয়
বিদায় বেলায় কোরো উল্লাস
আমিতো বন্ধু এসেছিলাম বেদনার বিনিময়ে ভালোবাসা দিতে
চোখের পাতায় চাপা কান্নার বিনিময়ে হাসি ফোটাতে।
যদি পাড়ো বন্ধু শোক নিয়ে নয়
সুখের স্মৃতি করে অথবা খোদার ঘরে মনে করো আমায়।
ক্ষনিকের এই ধরায় আমি এক নষ্ট যুবরাজ
কষ্টই যার সব কষ্টেই যার বাস
কাটিয়ে দেবো যেমনি-তেমনি
যে যার মত ভালো থাক
শুধু জেনো আমার মরনে হইয়ো না অবাক।