বিদেশিরাও জার্মান সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাচ্ছেন
জার্মান সরকার সে দেশের সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদের চাকরির সুযোগ দেয়ার চিন্তা করছে। তবে এ জন্য বিদেশিদের জার্মানির নাগরিকত্ব গ্রহণ করতে হবে। খবর ডিডব্লিউর।
সরকারের এ পরিকল্পনার বিরোধিতা করে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক দল বলেছে, যদি বিদেশি নাগরিকদের সেনাবাহিনীতে ভর্তির সুযোগ দেয়া হয়, তা হলে জার্মান বাহিনী ভাড়াটে সেনাতে পরিণত হবে।
জার্মান সেনাবাহিনীতে লোকবলের যে ঘাটতি রয়েছে, তা পূরণ করার জন্য দেশটির সরকার এ চিন্তাভাবনা করছে।
যে কোনো বিদেশি নারী বা পুরুষ জার্মান নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেনাবাহিনীতে অংশ নিতে পারে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সিডিইউ পার্টির সঙ্গে ঘনিষ্ঠ বেভারিয়ান ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন পার্টি ওই প্রস্তাব দিয়েছে।
দলের প্রতিরক্ষানীতিবিষয়ক কর্মকর্তা বলেছেন, ইউরোপীয় ফ্রি মুভমেন্টের মধ্যে থেকেই আধুনিক মডেল ব্যবহার করা যেতে পারে।
তবে এর সমালোচনাও করেছেন অনেকেই। তারা বলছেন, এ পদক্ষেপের ফলে জাতীয় নাগরিকত্বের প্রতি অনুগত থাকার ধারণা ক্ষতিগ্রস্ত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন