বিদেশি যোদ্ধাদের যে সুবিধা দিচ্ছে ইউক্রেন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/etrt43.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন ঘোষনা দিয়েছেন, ইউক্রেনের জন্য যেসব বিদেশি নাগরিক যুদ্ধ করবেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। খবর ফক্স নিউজের।
গত ২৭ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনকে সহায়তা করতে বিদেশি নাগরিকদের তাদের দেশে গিয়ে যুদ্ধের আহবান জানান।
ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েনিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ করতে যারা নাম লেখাবে তাদেরকে সামরিক পরিচয়পত্র দেওয়া হবে এবং ভবিষ্যতে তাদেরকে ইউক্রেনের নাগরিকত্ব দেওয়া হবে যা তালিকায় রাখা হবে।
উপস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি যোদ্ধারা একটি চুক্তি স্বাক্ষর করবেন এবং সামরিক পাসপোর্ট পাবেন। পরে এটি তাদের বসবাসের অনুমতিতে রূপান্তরিত হবে। এছাড়া ভবিষ্যতে এ বিদেশিদের মধ্যে যারা ইউক্রেনের নাগরিক হতে আগ্রহী তাদের জন্য আইনি পথ খোলা থাকবে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা দলের অংশ হিসেবে বিদেশি যোদ্ধারা ইউক্রেন এবং বিশ্ব শৃঙ্খলা রক্ষা করবেন।
তিনি জানান, ২৭ ফেব্রুয়ারির পর ৫২টি দেশের ২০ হাজার স্বেচ্ছাসেবী ইউক্রেনের হয়ে যুদ্ধের জন্য নাম লিখিয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন