‘বিদ্যুৎ সরবরাহ না থাকায়’ সাময়িক বন্ধ মেট্রোরেল

বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫ টার পর এ পরিস্থিতি তৈরি হয়।

মেট্রোরেল চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশনস) মোহাম্মদ ইফতিখার হোসেন। তিনি বলেন, ‘মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় এ সংকট তৈরি হয়েছে।’

চলাচল বন্ধের কারণে যারা যাত্রা পথে ছিলেন, তাদের অনেকেই ট্রেনের ভেতর আটকা পড়েছেন। স্টেশনগুলোতেও যাত্রীদের অপেক্ষা বেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেশনগুলো থেকে যাত্রীদের টিকিট দেওয়া বন্ধ আছে। কয়েকটি স্টেশনের মূল ফটকও বন্ধ রাখা হয়েছে।

ডিএমটিসিএল কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।