বিধানসভা নির্বাচনে ৩ রাজ্যের মধ্যে দুটি হাতছাড়া হচ্ছে বিজেপির
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই সমীক্ষা চলছে। কোন রাজ্যে কোন দলের ফল কী হবে, সেটি বোঝার চেষ্টা করেছে বিভিন্ন সংস্থা।
আর সেগুলোর মিলিত ইঙ্গিত বলছে- নভেম্বর ও ডিসেম্বর মাসে হতে চলা এ নির্বাচনে রাজস্থান আর ছত্তিশগড়ে জেতার সম্ভাবনা আছে কংগ্রেস। তবে ছত্তিশগড়ে জয় ও পরাজয়ের মধ্যে ব্যবধান খুবই সামান্য হতে চলেছে বলে ইঙ্গিত। খবর এনডিটিভির।
অন্যদিকে মধ্যপ্রদেশ ধরে রাখতে পারে বিজেপি। পর পর তিনবার মধ্যপ্রদেশে সরকার চালিয়ে আসা বিজেপির কাছে চতুর্থবার মসনদে ফেরার সুযোগ রয়েছে।
এসব রাজ্যের ফলের ওপর লোকসভা নির্বাচনের প্রভাব ফেলবে। বিজেপি পরিচালিত এনডিএ সরকার আবারও দিল্লি দখল করতে পারবে কিনা তার স্পষ্ট ইঙ্গিত মিলতে চলেছে। বিজেপির পরাজয় সুনিশ্চিত করতে কাছাকাছি আসা বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে দুটি রাজ্যে কংগ্রেসের জয় সব অর্থে তাৎপর্যপূর্ণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন