বিপজ্জনক মহড়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র : চীন
অপেশাদারীদের মতো যুদ্ধবিমানের মহড়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে এমনই হুঁশিয়ারি দিল চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে মার্কিন নৌবাহিনীর প্রতি এই বার্তা দেওয়া হয়।
রবিবার পশ্চিম চীন সাগরে মার্কিন নৌবাহিনীর ইপি-৩ যুদ্ধবিমান টহল দিচ্ছিল। সেই সময়েই অল্পের জন্য টহলদারি চীনা যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ থেকে রক্ষা পায় বিমানটি। চীনের অভিযোগ, এ ভাবে অমিত্রসুলভ ও বিপজ্জনক মহড়া চালালে দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি থেকে যায়। তবে যুক্তরাষ্ট্র এই ঘটনার জন্য চীনকে দায়ী করলেও চীন কিন্তু সেই দায় ঝেড়ে ফেলে পাল্টা যুক্তরাষ্ট্রের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছে।
বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র রেন গিওকুইয়াং এক বিবৃতিতে জানান, এ ধরনের মহড়া চীনের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সঙ্কট তৈরি করছে। পাশাপাশি দু’দেশের মহড়ার উপরও প্রভাব ফেলবে।
অন্য দিকে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, মার্কিন ইপি-৩ টহলদারি বিমান যখন মহড়া দিচ্ছিল সে সময় চীনের একটি যুদ্ধবিমান প্রচন্ড গতিতে ওই বিমানের কাছাকাছি চলে আসে। মার্কিন পাইলটের তৎপরতায় অল্পের জোরে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন