বিপর্যস্ত ভারতে ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংক্রমণে দক্ষিণ এশিয়ার মৃত্যুপুরী এখন ভারত। দিন যাচ্ছে; বাড়ছে আক্রান্ত, হচ্ছে মৃত্যু। আজ বৃহস্পতিবার দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৭৩২ জনের। আক্রান্ত ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন। প্রতিবেশী দেশে দ্রুত অবনতি হওয়া করোনভাইরাস পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।
জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মধ্যে থাকছে- ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে ভারতে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ সরকার। এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে বাংলাদেশ এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
সঙ্কট নিরসনে বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরো সহায়তা দিতে বাংলাদেশ আগ্রহী বলেও জানানো হয় বিবৃতিতে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন