বিপিএলে চট্টগ্রাম পর্বের সময়সূচি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের সিলেট পর্ব শেষে ঢাকার প্রথম পর্বও শেষ। এবার শুরু হবে চট্টগ্রাম পর্ব। আগামী ২৪ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। এই ভেনু্তে অনুষ্ঠিত হবে মোট দশটি ম্যাচ। চিটাগং ভাইকিংস তাদের হোম ভেন্যুতে মোট চারটি ম্যাচ খেলবে।
এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আট ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। সাত ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স। আট ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সিলেট সিক্সার্স।
শুরুর দিকে রংপুর রাইডার্স ভালো না খেললেও তারা জয়ে ফিরেছে। ছয় ম্যাচ খেলে তারা তিনটিতে জয় পেয়েছে। ছয় পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। সাত ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে রাজশাহী কিংস। ছয় ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চিটাগং ভাইকিংস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন