বিপিএলে নীরবতায় আনিসুল হককে শ্রদ্ধা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোকের মাতম সারাদেশে। তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। শনিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের ক্রিকেটাররা।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও মাঠকর্মীরা ড্রেসিংরুমের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে আনিসুল হককে শ্রদ্ধা জানান।

সন্ধ্যার ম্যাচে রাজশাহী কিংসের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। আনিসুল হককে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বাহুতে কালো বন্ধনী পরে মাঠে নামবেন মুশফিক-মোস্তাফিজরা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে মারা যান আনিসুল হক। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মেয়র আনিসুল হকের মরদেহ সিলেট বিমানবন্দর হয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে শনিবার দুপুরে।