বিপু বড়ুয়ার অকাল মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
তথ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার সকালে বিপু কান্তি বড়ুয়া (৪৯) সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যু সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াত বিপু বড়ুয়ার আত্মার শান্তিকামনা করেন এবং তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় বলেন, আমার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান বিপু বড়ুয়া একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু বিনামেঘে বজ্রপাতের মতো এবং অত্যন্ত বেদনার। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং পরিবার যেন এই শোক সহ্য করে এগুতে পারে সেই প্রার্থনা করি।
তথ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়ার মৃত্যু প্রধান তথ্য অফিসারের শোক
তথ্য অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়া আজ সকালে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
বিপু কান্তি বড়ুয়া ঢাকায় তথ্য অধিদফতরে সংযুক্তিতে কর্মরত ছিলেন। আজ সকালে অফিসে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি মা, স্ত্রী ও দুই শিশুপুত্র রেখে গেছেন।
বিপু বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া।
এক শোকবার্তায় প্রধান তথ্য অফিসার জানান, বিপু কান্তি বড়ুয়া ছিলেন একজন একনিষ্ঠ কর্মকর্তা। তিনি সদালাপী ও হাসিখুশি চরিত্রের অধিকারী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে তথ্য অধিদফতর একজন দক্ষ ও সফল কর্মকর্তাকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।
শাহেনুর মিয়া প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এছাড়া, তথ্য অধিদফতরের কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী বিপু কান্তি বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তথ্যবিবরণী-পিআইডি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন