বিবস্ত্র হয়ে ভিডিও কলে কানাডীয় এমপি!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/MP_William_Amos_2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিবস্ত্র হয়ে সহকর্মীদের সঙ্গে ভিডিও কলে আসার পর ক্ষমা চেয়েছেন কানাডার এমপি উইলিয়াম আমোস।
এটিকে ‘দুর্ভাগ্যজনক এক ভুল’ বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় কুইবেকের পন্টিয়াক জেলার এই এমপি বলেন, এতে আমি বিব্রত হয়ে পড়েছি। শরীর চর্চায় যাওয়ার পর পোশাক পরিবর্তন করছিলাম, তখন দুর্ঘটনাবশত আমার ক্যামেরা চালু হয়ে যায়।
এই অনিচ্ছাকৃত ভুলের জন্য হাউস অব কমনসের সহকর্মীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
এমনটি আর ঘটবে না বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনার একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, তার শরীরের স্পর্শকাতর অঙ্গে তিনি একটি মোবাইল ফোন ধরে রেখেছেন।
কানাডার ব্লক কুইবিকোস পার্টির সদস্য ক্লডি ডিবেলিফুইয়েল বলেন, সদস্যদের মনে রাখা উচিত-বিশেষ করে পুরুষদের, মিটিংয়ের সময় টাই ও জ্যাকেট বাধ্যতামূলক। সদস্যদের আরও সতর্ক হওয়া ও ক্যামেরা নিয়ন্ত্রণ করা উচিত।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন