বিভিন্ন দেশে দেশে ঈদ উৎসব
করোনাকাল কাটিয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিধিনিষেধ না থাকায় এবার ঈদের জামাতে শামিল হন সর্বস্তরের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও ঈদ আনন্দে মাতোয়ারা হন প্রবাসী বাংলাদেশিরা।
করোনার বিধিনিষেধ কাটিয়ে দীর্ঘদিন পর যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায়। প্রায় দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দেশটির বিভিন্ন মসজিদে ঈদের জামাতে শামিল হন সর্বস্তরের মানুষ। দেশটির প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে। অংশ নেন লাখো মুসল্লি।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে মালয়েশিয়াতেও। স্থানীয় সময় সোমবার (০২ মে) সকাল ৮টায় কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকার মসজিদগুলোয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
করোনা সংকট কাটিয়ে দীর্ঘদিন পর স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন। বিধিনিষেধ না থাকায় মসজিদগুলোর ঈদের জামাতে ছিল প্রবাসীদের উপচেপড়া ভিড়।
উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও। দেশটির বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় রাজধানী কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদ আল কাবিরে। এ ছাড়াও, বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলেও ঈদের নামাজ আদায় করেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিদের একাংশ। যদিও অধিকাংশ বাংলাদেশি ঈদ উদযাপন করবেন মঙ্গলবার (৩ মে)। এবারের ঈদে সরকারি ছুটি না থাকলেও আনন্দ-উদযাপন কিংবা আয়োজনে কোনো কমতি নেই প্রবাসীদের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন