বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে চেক বিতরণ
কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের আর্থিক সহায়তায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নির্মিত শিবগঞ্জ-দুর্গাপুর কাঠের সেতু থেকে অর্জিত টাকা, বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা করা হয়েছে। ২৬(অক্টোবর) দুপুরে সেতু কমিটি আয়োজনে ঐসব চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ৬৫টি প্রতিষ্ঠানে ১০লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময়, সেতু ব্যাবস্থাপনা কমিটির সদস্য মুফতি মাওলানা আব্দুর রব, মাওলানা অলিউল্লাহ্ সাহেব, প্রভাত চন্দ্র সাহা ও মি. পঙ্কজ মারাকসহ উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, সহ:সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, আব্দুল মালেক তালুকদার, এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার সহ অন্যান্য নেতাকর্মীগন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




