বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ সৌদিগামী ব্যক্তি আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/1-10.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ সৌদিগামী এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (২৮ জুলাই) সকালে তাকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যক্তি সৌদি আরব যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন