বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম শেড ভেঙে আহত ৮
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম শেড ভেঙে পড়ে আটজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ট্রেনের ছাদে ওঠার জন্য বেশ কিছু মানুষ গোপনে বিমানবন্দর রেলস্টেশনের প্লাস্টিক শেডে ওপর উঠে অবস্থান নেন। যাত্রীর ভারে এ সময় শেড ভেঙে পড়ে। এতে কমপক্ষে আটজন আহত হন। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গেছেন তারা।
ঈদের আর মাত্র দুই দিন বাকি। ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রেনের ছাদ, ইঞ্জিন ও দুই বগির সংযোগস্থলে বসে দাঁড়িয়ে ঘরে ফিরছেন। বিপুল যাত্রীর ভিড় বাঁচিয়ে ট্রেনের ছাদে ওঠার জন্য অনেকে স্টেশনের ছাউনির ওপর আগেই অবস্থান নেন, যাতে ট্রেন এসে দাঁড়ালে সহজে ছাদে নেমে জায়গা নিতে পারেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন