বিমানে আগুন, প্রাণে বাঁচলেন ট্রাম্পপত্নী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/image-101984-1539788358.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্সলেডি মেলানিয়া ট্রাম্প। তাকে বহনকারী বিমানের কেবিন ধোঁয়ায় ভরে যাওয়ায় বিমানটি গতিপথ বদলে অবতরণ করা হয়।
বিমানটি বুধবার মেলানিয়াকে নিয়ে ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর কিছুক্ষণ পরই বিমানটির কেবিন ধোয়ায় ভরে যায়। অবস্থা বেগতিক দেখে সেটি মেরিল্যান্ডে ফিরে আসে।
বিমানে যাত্রী হিসেবে ছিলেন এমন সাংবাদিকরা বলেন, বিমান যান্ত্রিক সমস্যার কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। এসময় অনেক আরোহী শ্বাসকষ্ট থেকে রক্ষা পেতে তোয়ালে মুখে চেপে নিশ্বাস নেন।
বিমানের এক সাংবাদিক বলেন, তারা বিমানে ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন এবং কিছু একটা পুড়ে যাওয়ার গন্ধ পেয়েছেন। এই গন্ধ দ্রুত মারাত্মক আকার ধারণ করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন