বিমান টিকিটে দ্বিগুণ কর

দেশের অভ্যন্তরীণ ফ্লাইট ও সার্কভূক্ত দেশ ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে বিমান ভ্রমণে টিকিটের ওপর সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মুহিত। রাজস্ব আয়, বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য বৃদ্ধি, রপ্তানি আয় ও প্রবাসী আয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের আশা করে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা ধরেছেন তিনি।

প্রস্তাবিত বাজেটে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফলে ব্যায় বাড়বে প্লেন ভ্রমণে। অর্থমন্ত্রী বলেন, সার্কভূক্ত দেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা, ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩ হাজার টাকা আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করছি।

এই শুল্ক এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রতি টিকেটের সঙ্গে যুক্ত করে আদায় করবে বলে জানান অর্থমন্ত্রী।