বিরাটের ভক্তের তালিকায় এবার ‘ইন্ডিয়া’!
প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে আইপিএলের লড়াই। পুণে সুপারজায়ান্ট, মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স-এই তিন দলের মধ্যেই কারোর মাথাতে উঠবে আইপিএল দশের সেরার শিরোপা। তবে এবারের টুর্নামেন্টে সবথেকে বেশি প্রত্যাশা ছিল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উপর। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিরাট কোহলিরা।
আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে ব্যর্থ ভারতের অধিনায়ক। প্রশ্ন উঠছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বিরাট রান পাবেন কিনা তা নিয়েও। তবে অফ-ফর্মে থাকা বিরাট কোহলিরও ভক্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সেই তালিকায় নতুন সংযোজন সাবেক দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় জন্টি রোডস-এর মেয়ে ইন্ডিয়া রোডস।
সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেন জন্টি। যেখানে জন্টি রোডসের মেয়ে বিরাটের ছবির সামনে দাঁড়িয়ে সেটিকে ছুঁয়ে রয়েছে। সঙ্গে লেখেন, ‘মনে হচ্ছে, বিরাট কোহলি আরও একজন নতুন ফ্যানকে পেয়েছে। ’ এরপরে পাল্টা টুইট করেন বিরাট কোহলিও। লেখেন, ‘খুব সুন্দর। কিন্তু আমি ভাবছি ইন্ডিয়ার ব্যাগে কী রয়েছে?’
আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত জন্টি রোডস। আইপিএল-এর মৌসুমে প্রতিবছরই সপরিবারে আসেন তিনি। ভারত তার এতটাই পছন্দের হয়ে যায় যে, মেয়ের জন্মের পরেই তার নাম রাখেন ‘ইন্ডিয়া’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন