বিশিষ্ঠ ব্যবসায়ী অলোক সরদারের দু’দফা জানাজা শেষে দাফন সম্পন্ন

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরদার পরিবারের সন্তান আসিফ-উদ-দৌল্লা সরদার অলোকের দু’দফা জানাজা শেষে পৈত্রীক ভিটা সরদার বারিপোতা গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।
আসিফ-উদ-দৌল্লা সরদার অলোক ১৫ মে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ১ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আসিফ-উদ-দৌল্লা সরদার অলোক নাভারন বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মৃত মোমিন উদ্দিন সরদার ওরফে বিচ্চু সরদারের ছেলে এবং যশোর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষাবিষায়ক সম্পাদক ছিলেন।
মরহুম আসিফ-উদ-দৌল্লা সরদার অলোকের চাচাতো বড় ভাই এ্যাডঃ নজিব উদ-দৌল্লা সরদার কনক জানান, তার ছোট ভাই অলোক বেশ কিছু দিন ধরে কিডনি ও হৃদরোগের কারণে অসুস্থ্য ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার বিকালে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ইন্তেকাল করেন।
শুক্রবার নাভারন বুরুজবাগান হাই স্কুল মাঠে সকাল ৯ টায় ও মরহুমের নিজ সরদার বারিপোতা গ্রামের প্রাইমারী স্কুল মাঠে সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাজে জানাজায় এ্যাডঃ মোজাফফার উদ্দিন সরদার মোহন, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রহীম খলিল, সু-সমাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডঃ নজিব উদ-দৌল্লা সরদার কনক।
অধ্যাপক নবিবর দৌল্লা সরদার প্রদীপ, অধ্যাপক আসাদুজ্জামান আশা, বুরুজবাগান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব শাহাবউদ্দিন, রাজনৈতিক ব্যাক্তিত্ব আজাহার হোসেন স্বপন, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, সাবেক চেয়ারম্যান আলিম রেজা বাপ্পি, সরদার শাহরিন আলম বাদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও সুধী অংশ নেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন