বিশ্বকাপ ফুটবল : আর্জেন্টিনা: ৩, ব্রাজিল: ১
আগামী ২১ নভেম্বর কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। প্রতিবারের মতো এবারও ৩২টি দল অংশগ্রহণ করছে এ আসরে। বিশ্বকাপের আগে চলুন দেখে নেয়া যাক এই দলগুলোর বর্তমান ফিফা র্যাংকিং। গ্রুপ অনুযায়ী ৩২টি দলের ফিফা র্যাংকিং:
গ্রুপ ‘এ’: কাতার: ফিফা র্যাংঙ্ক: ৪৯ (সর্বোচ্চ: ৪২), ইকুয়েডর: ফিফা র্যাংঙ্ক: ৪৪ (সর্বোচ্চ: ১০), সেনেগাল: ফিফা র্যাংঙ্ক: ১৮ (সর্বোচ্চ: ১৮), নেদারল্যান্ডস: ফিফা র্যাঙ্ক: ৮ (সর্বোচ্চ: ১)
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড: ফিফা র্যাংঙ্ক: ৫ (সর্বোচ্চ: ৩), ইরান: ফিফা র্যাংঙ্ক: ২৩ (সর্বোচ্চ: ১৫), যুক্তরাষ্ট্র: ফিফা র্যাংঙ্ক: ১৪ (সর্বোচ্চ: ৪), ওয়েলস: ফিফা র্যাংঙ্ক: ১৯ (সর্বোচ্চ: ৮)
গ্রুপ ‘সি’: আর্জেন্টিনা: ফিফা র্যাংঙ্ক: ৩ (সর্বোচ্চ: ১), সৌদি আরব: ফিফা র্যাংঙ্ক: ৫৩ (সর্বোচ্চ: ২৩), মেক্সিকো: ফিফা র্যাংঙ্ক: ১২ (সর্বোচ্চ: ৪), পোল্যান্ড: ফিফা র্যাংঙ্ক: ২৬ (সর্বোচ্চ: ৫)
গ্রুপ ‘ডি’: ফ্রান্স: ফিফা র্যাংঙ্ক: ৪ (সর্বোচ্চ: ১), অস্ট্রেলিয়া: ফিফা র্যাংঙ্ক: ৩৯ (সর্বোচ্চ: ১৪), ডেনমার্ক: ফিফা র্যাংঙ্ক: ১০ (সর্বোচ্চ: ৩), তিউনিসিয়া: ফিফা র্যাংঙ্ক: ৩০ (সর্বোচ্চ: ১৪)
গ্রুপ ‘ই’: স্পেন: ফিফা র্যাংঙ্ক: ৬ (সর্বোচ্চ: ১), কোস্টারিকা: ফিফা র্যাংঙ্ক: ৩৪ (সর্বোচ্চ: ১৩), জার্মানি: ফিফা র্যাংঙ্ক: ১১ (সর্বোচ্চ: ১), জাপান: ফিফা র্যাংঙ্ক: ২৪ (সর্বোচ্চ: ৯)
গ্রুপ ‘এফ’: বেলজিয়াম: ফিফা র্যাংঙ্ক: ২ (সর্বোচ্চ: ১), কানাডা: ফিফা র্যাংঙ্ক: ৪৩ (সর্বোচ্চ: ৩৩), মরক্কো: ফিফা র্যাংঙ্ক: ২২ (সর্বোচ্চ: ১০), ক্রোয়েশিয়া: ফিফা র্যাংঙ্ক: ১৫ (সর্বোচ্চ: ৩)
গ্রুপ ‘জি’: ব্রাজিল: ফিফা র্যাংঙ্ক: ১ (সর্বোচ্চ: ১), সার্বিয়া: ফিফা র্যাংঙ্ক: ২৫ (সর্বোচ্চ: ৬), সুইজারল্যান্ড: ফিফা র্যাংঙ্ক: ১৬ (সর্বোচ্চ: ৩), ক্যামেরুন: ফিফা র্যাংঙ্ক: ৩৮ (সর্বোচ্চ: ১১)
গ্রুপ ‘এইচ’: পর্তুগাল: ফিফা র্যাংঙ্ক: ৯ (সর্বোচ্চ: ২), ঘানা: ফিফা র্যাংঙ্ক: ৬০ (সর্বোচ্চ: ১৪), উরুগুয়ে: ফিফা র্যাংঙ্ক: ১৩ (সর্বোচ্চ: ২), দক্ষিণ কোরিয়া: ফিফা র্যাংঙ্ক: ২৮ (সর্বোচ্চ: ১৭)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন