বিশ্ববাসী এখন আমাদের নির্যাতনের কথা বিশ্বাস করছে : ফিলিস্তিন
ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, বিশ্ববাসী এখন আমাদের ওপর চালানো ইসরাইলের হামলা-নির্যাতনের কথা বিশ্বাস করছে। ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিষয়ে ২৮০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
অ্যামনেস্টির এ প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের সর্বস্তরের মানুষ বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এখন আমাদের দুঃখের কথা বুঝতে শুরু করেছে।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশ্তাইয়েহ এ প্রতিবেদনকে একটি গ্রহণযোগ্য ও পেশাদার সংস্থার আন্তর্জাতিক দলিল হিসেবে বর্ণনা করেছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মঙ্গলবার ইসরাইলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ২৮০ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইহুদিবাদী দেশটির বর্ণবাদী আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এ প্রতিবেদনের ভিত্তিতে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন