বিশ্বব্যাপী ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ‘ডাউন’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/IMG_20201210_193351-671x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিশ্বব্যাপী ফেসবুকের জনপ্রিয় সেবা মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম কাজ করছে না। বৃহস্পতিবার এই দুটি যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন ব্যবহারকারীরা।
যুক্তরাজ্যভিত্তিক ডেইলি এক্সপ্রেসের খবরে বলা হয়, সকাল দশটার দিকে মেসেঞ্জার ডাউন হতে থাকে। বিজনেস ইনসাইডার জানিয়েছে, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার দুটি অ্যাপ্লিকেশনই কাজ করছে না।
ডাউনডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে হাজার হাজার ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী তাদের অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন।
প্রতি মিনিটে প্রায় ২ হাজার ৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী এ সমস্যায় পড়েন। লগইন করতে, বার্তা পাঠাতে কিংবা কল করতে না পারার অভিযোগ করেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন