‘বিশ্বসেরা রোনালদো’কে হারিয়ে আফসোস রিয়ালের মার্সেলোর
বিশ্বের অন্যতম সেরা ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে কারো মনে কোনো সন্দেহ থাকার কথা নয়। সেই বিশ্বসেরা যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়ে চলে গেলেন, তখনই বোঝা হয়ে গিয়েছিল, আসলে রিয়াল মাদ্রিদের কি অবস্থা হতে যাচ্ছে। তার ওপর রোনালদোর সমমানের কাউকে দলে নেয়নি রিয়াল।
ফল যা হওয়ার তাই হচ্ছে। সম্ভবত ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময় পার করছে রিয়াল। একের পর এক হার, পয়েন্ট খোয়ানো- হেন কোনো কিছু নেই যে তাদের ভাগ্যে ঘটছে না। এমনকি ঘরের মাঠে সিএসকেএ মস্কোর কাছে পর্যন্ত হারতে হয়েছে তাদের।
এমন পরিস্থিতিতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারানোর আফসোসে পোড়া ছাড়া কিই বা করার আছে রিয়ালের? অন্য কেউ করুক আর না করুক, রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো ঠিকই মিস করেন রোনালদোকে। সিআর সেভেন চলে যাওয়ার পরও বার কয়েক তিনি এ নিয়ে কথা বলেছেন। এবারও বললেন।
রোনালদো যখন ইতালিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন, তখন তার পুরনো ক্লাব ধুঁকছে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে। মার্সেলো সেটাই উপলব্ধি করছেন। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো হচ্ছেন আমার সাবেক টিমমেট এবং আমার বন্ধু। এটা নিশ্চিত যে, বিশ্বসেরা ফুটবলার যখন আপনার দলে থাকবে না, তখন তাকে অবশ্যই মিস করবেন।’
সবাই ক্রিশ্চিয়ানোকে পেতে চাইবে। এমনটাই মনে করেন মার্সেলো। তিনি বলেন, ‘যে কোনো দলই ক্রিশ্চিয়ানোর মতো ফুটবলারকে পেতে চাইবে। তবে, দিন শেষে মাদ্রিদ কিন্তু মাদ্রিদই এবং সব সময়ই তারা সেরা অবস্থানে থাকবে।’
সিএসকেএ মস্কোর কাছে ৩-০ গোলে হারের পর টানা চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথটা যে তাদের জন্য রূদ্ধ হয়ে যাচ্ছে, সেটাও বলতে ভুললেন না মার্সেলো। তিনি বলেন, ‘পাঁচ বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয় হয়তো সাধারণ মনে হতে পারে। কিন্তু এটা কোনো সাধারণ ঘটনা নয়। এখানে অনেক বড় বড় দল আছে, যাদের মাত্র ২টি, ১টি কিংবা এমনও আছে, কেউ কেউ চ্যাম্পিয়ন্স লিগ জিততেই পারেনি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন