বিশ্বসেরা ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ!
২০১৯ সালে বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাকিং ২০১৯।
সেই তালিকায় প্রথম ৫০ এর মধ্যেও নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।
দেশি-বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা, পাঠদানের মান ও বিভাগসহ ১৩টি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করে এই তালিকা তৈরি করেছে টাইমস হাইয়ার এডুকেশন।
ওই তালিকা অনুসারে, যথারীতি প্রথম স্থানটি রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দখলে। দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে যথাক্রমে স্ট্যান্ডফোর্ড ও হার্ভাড বিশ্ববিদ্যালয়।
চতুর্থ স্থানে আছে ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং পঞ্চম স্থানে আছে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি।
এই পাঁচটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের পর যে ৪৫টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে সেখানে দেখা মেলেনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম।
এর আগে এশিয়ার ৩৫০ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছিল টাইমস হাইয়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি।
গত বছরের সেই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন