বিশ্বের ভয়ঙ্কর ৯টি রেলপথ! (ভিডিও)
ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ বাহন হিসেবে গণ্য করা হয় রেলগাড়িকে। আর তাই ভ্রমণপিপাসুদের প্রথম পছন্দ বলতে পারেন রেলগাড়িতে বেড়াতে যাওয়া। কিন্তু বিশ্বে কিছু রেলপথ রয়েছে যা খুবই বিপদজনক। বিশ্বের এমন কিছু রেলপথ রয়েছে যেখানে যাত্রা করলে গা শিউরে উঠবে। এসব রেলপথে ট্রেনগুলো খুব ধীর গতিতে অতিক্রম করে। তেমনি ৯টি ভয়ঙ্কর রেলপথের তথ্য ও ভিডিও তুলে ধরা হল-
১. কুরান্দা সিনিক রেলওয়ে, কেইরনস, অষ্ট্রেলিয়া
২. চিকুরুটিং ব্রিজ, ইস্টবাউন্ড প্যারাহিয়াগান
৩. সাউথ আফ্রিকান স্টীম রেল লাইন
৪. কুমব্রেস এবং টলটেক সিনিক রেলপথ, নিউ মেক্সিকো
৫.ট্রেন এ লাস নুবেস, আর্জেন্টিনা
৬. হোয়াইট পাশ এন্ড ইউকন রুট, আলাস্কা
৭. চেন্নাই, রামেশ্বরাম রুট, ভারত
৮. জর্জ টাউন লুপ রেইলরোড, কলরাডো
৯. আসো মিনামি রুট, জাপান
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন