বিশ্বের সবচেয়ে অলস দেশ কুয়েত, সবচেয়ে বেশি কর্মঠ উগান্ডা!
বিশ্বের সবচেয়ে অলস দেশ কুয়েত; আর সবচেয়ে বেশি পরিশ্রমী জাতি হিসেবে তালিকায় এক নম্বরে রয়েছে আফ্রিকার দেশ উগান্ডা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে এ রিপোর্ট।
কোন দেশের মানুষ কতটা কর্মক্ষম তার একটি চিত্র বেরিয়ে এসেছে এ সমীক্ষায়। বিশ্বের নানা দেশের ১৯ লাখ মানুষের ওপরে ওই সমীক্ষা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ওই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, উগান্ডা দুনিয়ার সবচেয়ে কর্মঠ দেশ। সেখানকার মাত্র ৫.৫ শতাংশ মানুষ তেমন কাজকর্মে আগ্রহী নন। বাকি ৯৪.৫ শতাংশ মানুষই কঠোর পরিশ্রমী।
এ সমীক্ষায় ভারতের অবস্থান ১১৭। সেখানে বলা হয়েছে, ভারতের ৩৪ শতাংশ মানুষ শারীরিকভাবে ততটা সক্রিয় নন। ঘরে বসেই টিভি সিরিয়াল দেখতে চান তারা।
এভাবে তালিকার নিচের দিকে রয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। তন্মধ্যে সৌদি আরব ও ইরাকের নাম উঠে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, সৌদি আরব ও ইরাকের অর্ধেক মানুষই কাজ করতে চান না।
এভাবে তালিকার তলানিতে জায়গা করে নিয়েছে ধনী দেশ কুয়েত। হুর বক্তব্য- কুয়েত দুনিয়ার সবচেয়ে কুড়িয়ে দেশ। কুয়েতের ৬৭ শতাংশ মানুষ তেমন কোনো কাজ করতে ইচ্ছুক নন।
হুর ওই সমীক্ষা রিপোর্ট মোতাবেক ১৬৮ দেশের মধ্যে ১৫৯ দেশের মেয়েরা পুরুষের তুলনায় বেশি কর্মক্ষম।
ওই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান ১৪৩ নম্বরে, ব্রিটেন ১২৩, সিঙ্গাপুর ১২৬ ও অস্ট্রেলিয়ার স্থান ৯৭ নম্বরে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন