বিশ্বের সবচেয়ে খারাপ ১০ এয়ারলাইন্সের তালিকা
বিমানের ক্যাবিনগুলো কেমন বা সেবার মান কি রকম তা যাত্রীদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। তবে বিমানটি যথাসময়ে উড়াল দিল কিনা তাও কম গুরুত্বপূর্ণ নয়। খুব কম বিমান সংস্থাই যথাসময়ে বিমান পরিচালনার কৃতিত্ব দাবি করতে পারে।
সম্প্রতি একটি জরিপ প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ করে সবচেয়ে বাজে এয়ারলাইন্সের তালিকা তৈরি করেছে। এ তালিকা তৈরি করতে তারা ১১ হাজার ৬২৫ জন ব্যক্তির ওপর জরিপ চালায়।
সবচেয়ে খারাপ এয়ারলাইন্সের তালিকা-
১. এয়ার কোরিও (দক্ষিণ কোরিয়া)
২. বুলগেরিয়া এয়ার
৩. পেগাসাস এয়ারলাইন্স (তুরস্ক)
৪. নেপাল এয়ারলাইন্স
৫. স্পিরিট এয়ারলাইন্স (আমেরিকা)
৬. স্মার্ট উইংস (চেক রিপাবলিক)
৭. লায়ন এয়ার (ইন্দোনেশিয়া)
৮. চায়না ইস্টার্ন এয়ারলাইন্স
৯. রায়ানএয়ার (আয়ারল্যান্ড)
১০. পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
সূত্র : ইসকেপহেয়ার ডটকম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন