বিশ্বের সর্বকনিষ্ঠ বাইকারের রেসিং ম্যাজিক! (ভিডিও)

টিমা কুলেশভ। ইউক্রেনের বাসিন্দা। বয়স মাত্র পাঁচ বছর। কিন্তু এই বয়সেই কুলেশভ বাইক চালানোতে দারুণ পারদর্শী। মোটরসাইকেল চালনায় সে যে দক্ষতা অর্জন করেছে তা বহু বড় মানুষই পারে না। ব্যালেন্স বাইক রেসিংয়ে কুলেশভ ইতোমধ্যেই পুরস্কার অর্জন করেছে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তার দক্ষতাও বাড়ছে মোটরসাইকেলে।
জানা যায়, মাত্র দুই বছর বয়স থেকেই মোটরসাইকেল চালানোর ব্যাপারে দারুণ আগ্রহী হয়ে ওঠে কুলেশভ। তবে বড়দের মোটরসাইকেল নয়, ছোটদের জন্য তৈরি বিশেষ ধরনের মোটরসাইকেলই চালায় কুলেশভ। বাবা-মা তাকে নিরুৎসাহিত করে না। সর্বদাই উৎসাহ দেয়। আর এতেই সে ক্রমে দক্ষতা অর্জন করেছে এতে। এসব শেখার জন্য বাবা-মা কুলেশভকে কখনোই বাড়তি চাপ দেয়নি। তার যখন ইচ্ছা তখনই সে শুধু অনুশীলন করে।
ইউটিউবে কুলেশভের একটি চ্যানেল আছে। সেখানেই আপলোড করা হয় তার বিভিন্ন স্ট্যান্ট। ভিডিওতে দেখুন কুলেশভের বাইক রেসিং-

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন