বিশ্বের সর্ববৃহৎ উভচর বিমানের উড্ডয়ন চীনে
প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আকাশে উড়ল বিশ্বের সর্ববৃহৎ উভচর বিমান। চীনের তৈরি কানলং এজি৬০০ নামের এ বিমানটি রোববার দেশটির দক্ষিণাঞ্চলের ঝুহাই থেকে আকাশে উড্ডয়ন করেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া বলছে, আকাশে এক ঘণ্টা ওড়ার পর বিমানটি নিরাপদে অবতরণ করেছে। মোট ৫০ জনকে বহনে সক্ষম এ বিমান উড়তে পারে প্রায় ১২ ঘণ্টা।
১২৭ ফুট (৩৮ দশমিক ৮ মিটার) লম্বা পাখা বিশিষ্ট চীনা এ উভচর বিমানের চারটি টার্বোপ্রোপ ইঞ্জিন রয়েছে।
বিমানটির প্রধান ডিজাইনার হুয়াং লিংচাই বলেন, এটা হচ্ছে সফল প্রথম যাত্রা। এ ধরনের উভচর বিমান বানতে পারে বিশ্বে এমন দেশ আছে খুব অল্পসংখ্যক। কিন্তু চীন তাদের মধ্যে রয়েছে।
উভচর এ বিমানে সামরিক সরঞ্জামও রয়েছে। তবে অগ্নিনির্বাপণ ও সামুদ্রিক উদ্ধার অভিযানে এটি ব্যবহার করা যাবে। রাষ্ট্রীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না বলছে, তারা উভচর এ বিমানের জন্য এখন পর্যন্ত ১৭টি অর্ডার পেয়েছেন।
সূত্র : দ্য গার্ডিয়ান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন