বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান হাতে পাচ্ছে তুরস্ক
বর্তমান বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ আগামী ১২ মাসের মধ্যে পেতে যাচ্ছে তুরস্ক। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।
পত্রিকাটি জানায়, ২০১৪ সালে এফ-৩৫ এর ৩০টি বিমান অর্ডার দিয়েছিল তুরস্ক সরকার। আরও ৭০টির অর্ডার দেয়ার চিন্তা রয়েছে। প্রতি বছর ১০টি করে যুদ্ধবিমান পাবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে, যা শুরু হবে ২০১৯ সালের শুরুতেই।
জয়েন্ট স্ট্রাইক ফাইটার নামের একটি প্রকল্পে আওতায় ১০টি দেশ মিলে কয়েক ডিজাইনে এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাণ করছে। উদ্যোক্তা দেশগুলোর মধ্যে তুরস্কও রয়েছে।
এফ-৩৫ যুদ্ধবিমানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি মুহূর্তের মধ্যে মাটি থেকে সরাসরি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এজন্য লম্বা রানওয়ের প্রয়োজন হয় না।
ইয়েনি সাফাক জানায়, প্রকল্পে যে কয়টি তুর্কি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে তাদের লভ্যাংশ ১২ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন