বিশ্বে ক্ষমতাধর নারীদের তালিকায় প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ও হলিউড—দুই জায়গাতেই তিনি সমান ব্যস্ত। আর দেশ ও দেশের বাইরে তিনি সমান জনপ্রিয়। ব্যস্ত ও জনপ্রিয় এই অভিনেত্রী এবার পেলেন জনপ্রিয় ফোর্বস সাময়িকীর স্বীকৃতি। সম্প্রতি ফোর্বস বিশ্বের ক্ষমতাধর নারীদের নিয়ে তৈরি করেছে দুটি তালিকা, যার দুটিতেই জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। এনডিটিভির খবরে প্রকাশ, বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ৯৭তম স্থান দখল করেছেন তিনি। আর বিনোদন ও মিডিয়া বিভাগে ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ১৫তম স্থান দখল করেছেন প্রিয়াঙ্কা।

বিনোদন ও মিডিয়া বিভাগে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন পপ কুইন বিয়ন্সে, টেইলর সুইফট, হ্যারি পটারের সৃষ্টিকর্তা জে. কে রাউলিংয়ের মতো তারকারা। অন্যদিকে বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় প্রিয়াঙ্কার সঙ্গে আরো রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প।

হলিউডে অভিনয়ের পাশাপাশি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর বা শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রিয়াঙ্কা। হলিউডে অভিনয় এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়ায় বেশ কয়েকবারই ফোর্বস সাময়িকীর শিরোনাম হয়েছেন প্রিয়াঙ্কা।

ফোর্বসের তালিকায় প্রিয়াঙ্কার প্রথম জায়গা হয় ২০১৬ সালে, ১০ জন সর্বোচ্চ আয় করা টেলিভিশন অভিনেত্রী হিসেবে। এ বছরও তালিকায় আছেন প্রিয়াঙ্কা, তাঁর স্থান অষ্টম। এ বছরেরই শুরুর দিকে সর্বোচ্চ আয় করে এমন ১০ বলিউড অভিনেত্রীর তালিকায় ৭ নম্বর অবস্থানে ছিলেন প্রিয়াঙ্কা। সে সময় তাঁর আয় ছিল বছরে ১০০ কোটি রুপি।

প্রিয়াঙ্কা ‘অ্যালেক্স প্যারিস’ ও ‘এবিসি সিরিজ’-এ অভিনয়ের জন্য দুবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতেন। হলিউড চলচ্চিত্রে যাঁর অভিষেক ঘটে ‘বেওয়াচ’ চলচ্চিত্রের মাধ্যমে। নিউইয়র্কে এখন ‘কোয়ান্টিকো’ সিরিজের তৃতীয় মৌসুমের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া ‘অ্যা কিড লাইক জেক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক?’ শিরোনামে আরো দুটি হলিউড ছবির কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা।