বিশ্বে সব চেয়ে বেশি সাংবাদিক নিহত হয় পাকিস্তানে
বিশ্বে চীনা সাংবাদিকরাই সবচেয়ে বেশি কারাবন্দি থাকেন। ১৮০টি দেশের মধ্যে জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে রিপোর্টাস উইদাউট বর্ডার (আরএসএফ)। ১৮০টি দেশের মধ্যে তাদের অবস্থান ১৭৬ তম।
এ কারণে ওই প্রতিবেদনে সাংবাদিকদের জন্য চীনকে সবচেয়ে বিভীষিকাময় দেশ বলেও উল্লেখ করা হয়েছে।
আর খবর সংগ্রহ করতে গিয়ে সবচেয়ে বেশি সাংবাদিককে নিহত হয় পাকিস্তানে। রিপোর্টে ৬০ জন এমন সাংবাদিকদের কথা বলা হয়েছে যারা ১৯৯৪ সালের পর পাকিস্তানে গিয়ে আর ফিরে আসেননি। যদিও সূচক অনুযায়ী ভারতের ঠিক তিন ধাপ নীচেই রয়েছে পাকিস্তান।
চীনের চাইতেও বেশি খারাপ উত্তর কোরিয়া ও যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার। তালিকায় এই দুই দেশেরই স্থান যথাক্রমে ১৮০ ও ১৭৭। ভিয়েতনাম রয়েছে ১৭৫ তম স্থানে।
নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং দ্য নেদারল্যান্ড সূচকের একেবারে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। এই সমীক্ষা ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাংবাদিকদের উপর হিংসার ঘটনা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, কাজের পরিবেশ, সেন্সরশিপ, সাংবাদিকদের জন্য আইনি কবচ, স্বচ্ছতা এবং পরিকাঠামো – ইত্যাদি বিষয়গুলি প্রাধান্য পেয়েছে। সূত্র: কলকাতা ২৪ ঘণ্টা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন