বিশ্ব নাগরিক || আবদুল হাই ইদ্রিছী

বিশ্ব নাগরিক

-আবদুল হাই ইদ্রিছী


তিনি কবি-
বিশাল তাঁর কবিতার জন্মাভূমি,
আনন্দ-বেদনায় সিক্ত সেই ভূমিতে
উৎপাদিত ফুলের সৌরভ
ছড়িয়ে পড়েছে
মানুষ থেকে মানুষে
ন্ধদয় থেকে হৃদয়ে
দেশ থেকে দেশান্তরে।

তিনি কবি-
তাঁর হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে
গেঁথে আছে সর্বজনীন ভ্রাতৃত্ব,
কবিতার পরতে পরতে ছড়ানো
সর্বজনীন প্রেম ও প্রীতি।

তিনি কবি-
তাঁর কবিতার শৈল্পিক ছোঁয়া
আর ছন্দের মায়া জালে
তিনি আজ বিশ্ব নাগরিক।

তিনি কবি-
অসীম সাহস বুকে নিয়ে
দাঁড়িয়েছেন ভাঙনের বিপরীতে
দু’চোখ ভরে স্বপ্ন দেখছেন
নতুন এক আলোকিত পৃথিবীর।

তিনি কবি
স্বপ্নদ্রষ্টা, কাব্যের সম্রাট, কবিতার বুঁদ,
বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান আল মাহমুদ।