বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রশংসা
কার্ডিফের সোফিয়া গার্ডেনে শুক্রবার রাতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ৯ম ম্যাচে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরির সাথে পঞ্চম উইকেটে দু’জনের রেকর্ড ২২৪ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে অষ্টম আসরের চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে খেলার আশা ধরে রেখেছে টাইগাররা।
বীরোচিত এমন জয়ের পর বিশ্ব গণমাধ্যমে প্রশংসার জোয়াড়ে ভাসছে বাংলাদেশ দল। বিশ্বের সকল জনপ্রিয় পত্রিকা, টিভি সংবাদে ভালোভাবেই জায়গা করে বাংলাদেশের অবিস্মরণীয় এ জয়।
যুক্তরাজ্যের পত্রিকা দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘নিউজিল্যান্ডকে বিদায় করে দিলো সাকিব-মাহমুদুল্লাহ। ‘
যুক্তরাজ্যের আরেক পত্রিকা দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিলো এমন, ‘নিউজিল্যান্ডকে হারিয়ে চাম্পিয়ানস ট্রফির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ’।
ভারতের এনডিটিভিতে অনলাইনে লিখেছে, ‘সাকিব, মাহমুদুল্লাহর সেঞ্চুরির কাছে হারতে হলো নিউজিল্যান্ডকে। তাদের রেকর্ড ২২৪ রানের জুটিতে বাংলাদেশ ব্যাটিং ধস থেকে বেরিয়ে আসে এবং ৫ উইকেটে জয় নিয়ে মাঠে ছাড়ে। ‘
ভারতের কলকাতার সবচেয়ে জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম, ‘কার্ডিফে দুই বাঘের দাপটে ছিটকে গেলো নিউজিল্যান্ড’। শিরোনাম দেয়া ওই প্রতিবেদনে পত্রিকাটি লিখেছে, ‘সাকিব-মাহমুদুল্লাহর মহাকীর্তিতে বাংলাদেশের ক্রিকেটে এল এক অসাধারণ জয়। যে জয় তাদের চ্যাম্পিয়ন ট্রফির দৌঁড়ে টিকিয়ে রাখলো। আর ছিটকে দিলো নিউজিল্যান্ডকে। ‘
বিবিসির ইংরেজি ভার্সনে শিরোনামে লেখা হয়েছে, ‘নিউজিল্যান্ডকে হারাতে রেকর্ড করলো বাংলাদেশ’। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ব্যাটিংয়ে ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে।পাকিস্তানের ডন পত্রিকার শিরোনামে ছিলো এমন, ‘সাকিব-মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে শেষ নিউজিল্যান্ড।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন