বিসিকে লিডারশীপ ডেভলপমেন্ট প্রশিক্ষণ সমাপ্ত
ঢাকায় বিসিক কর্মকর্তাদের ‘লিডারশীপ ডেভলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ শেষ হয়েছে।
উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।
সোমবার বিকেলে স্কিটিতে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিডারশীপ ডেভলপমেন্ট বিষয়ক এ আবাসিক প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সবাতে, কর্মশালাটির পরিচালক প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট ফেরদৌস আহমেদসহ বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।
প্রিজম প্রজেক্ট-টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক এর কমিউনিকেশন এক্সপার্ট সেঁজুতি রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন