বিহারে বিয়ের জন্য ৩,৪০০ ছেলেকে অপহরণ!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/1414.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লোকমুখে অনেক রকমের বিয়ের খবর শোনা যায়। কিন্তু কখনো কি পাকাদুয়া বিয়ের কথা শুনেছেন? নাম শুনেই হয়তো অবাক হলেন। কারণ এই ধরণের বিয়ে সাধারণ আমাদের দেশে প্রচলিত নয়। তবে ভারতের বিহার রাজ্যের কিছু কিছু অঞ্চলে অন্য যেকোনো বিয়ের চেয়ে এই বিয়ের কথা বেশি শোনা যায়।
কিন্তু কেমন এই বিয়ে? ভারতীয় গণমাধ্যম এই সময় বলছে, বিহারে এখনও পণ প্রথার যথেষ্ট প্রভাব রয়েছে। ভালো পাত্রের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে গেলে পণের অংক শুনলে অনেকেই আঁতকে উঠেন। তাই পণ এড়াতে গিয়ে ভালো পাত্রের খোঁজ পেলে মেয়ের অভিভাবকরা অপরাধীদের দিয়ে তাকে বা তার বাবা-মা’কে বন্দুক মুখে অপহরণের পর জোর করে মেয়ের সঙ্গে বিয়ে দেন।
খবরে বলা হয়, গত বছর ৩ হাজার ৪০৫ জন যুবককে এভাবে তুলে নিয়ে গিয়ে বিয়ে করানো হয়েছে। গত কয়েক বছরে সংখ্যাটা ৩ হাজারের আশপাশেই ঘোরাফেরা করেছে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, বিয়ের মৌসুমে বিহারে প্রতিদিন গড়ে ৯টি পাকাদুয়া বিয়ে হয়। আর এই বিষয়টা মাথায় রেখে চলতি বছর আর্থাৎ ২০১৮ সালে বিয়ের মৌসুম শুরু হওয়ার আগেই সতর্কতা অবলম্বন করেছে রাজ্য প্রশাসন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন